ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৭:১৫:৩০
বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুরাদ হোসেন ভূঁইয়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ হোসেন ভূঁইয়া বিমানবন্দর থেকে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। মামলার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আখাউড়া থানার পুলিশকে সোপর্দ করে।

মুরাদ হোসেন ভূঁইয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হওয়ার পর থেকেই তার জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এরপর ২০১৪ ও ২০১৯ সালে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

সবশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন, কিন্তু আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেনের কাছে পরাজিত হন। মুরাদ হোসেন ভূঁইয়া তার দুই মেয়াদে ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রথম মেয়াদে তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান ছিলেন বিএনপির ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন ভূঁইয়া এবং দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের আবুল কাসেম ভূঁইয়া। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে দীর্ঘ সময় আঞ্চলিক রাজনীতিতে দাপট দেখিয়েছেন তিনি।

গত ৫ আগস্ট থেকে মুরাদ হোসেন ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে