ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে নতুন পদক্ষেপ

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৫:২২:৪৭
শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল নিজ এলাকায় বদলির সুযোগ। অবশেষে সেই দাবির বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। বদলি নীতিমালা-২০২৫ অনুসারে এবার মাদরাসা শিক্ষকদের বদলির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে, মাদরাসাভিত্তিক শূন্যপদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি মাদরাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্য আবশ্যক। এই তথ্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে মেমিস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে।

শূন্যপদ পাঠাতে হবে এই লিঙ্কে:dme.memis.gov.bd

এর আগে স্কুল ও কলেজ পর্যায়ে পরীক্ষামূলকভাবে বদলি প্রক্রিয়া শুরু হলেও মাদরাসা শিক্ষকরা সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এবার তাদের ক্ষেত্রেও বদলির দ্বার উন্মুক্ত হলো, যা অনেক শিক্ষক-শিক্ষিকার স্বস্তির কারণ হয়ে উঠেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সঠিকভাবে শূন্যপদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই অনলাইনে বদলি আবেদন গ্রহণ শুরু হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির এই উদ্যোগ শিক্ষক সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে