ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

টিসিবির কার্ডধারীদের জন্য বিশাল সুখবর!

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৫:২০:২৩
টিসিবির কার্ডধারীদের জন্য বিশাল সুখবর!

নিজস্ব প্রতিবেদক : আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা অতিরিক্ত পাঁচটি নতুন পণ্য কিনতে পারবেন। এই নতুন পণ্যের তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট এবং গৃহস্থালী ব্যবহারের জন্য দুই ধরনের সাবান। ফলে টিসিবির মাধ্যমে দেওয়া স্বল্পমূল্যের পণ্যের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত 'উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণ'-বিষয়ক এক সভায় এ ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। সভায় ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, পার্শ্ববর্তী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে একদিকে যেমন দরিদ্র জনগোষ্ঠী স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে, অন্যদিকে বাজারে চাহিদা ও জোগানের ভারসাম্য বজায় থাকে। নতুন এই পাঁচটি পণ্য সংযোজন দরিদ্র মানুষের স্বস্তি বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, "এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে হবে। যেন প্রকৃত দরিদ্র মানুষই এই সুবিধা পান এবং তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকেন। এটা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।" তিনি আরও বলেন, কার্ড প্রদানের ক্ষেত্রে যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরিদ্র, অসহায় ও সরকারি সহায়তার উপযুক্ত নাগরিকদের কাছেই যেন স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি আগামী এক মাসের মধ্যে সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সিটি করপোরেশনগুলোর কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে সমস্যা চিহ্নিত হওয়ায় দ্রুতই এই বিষয়গুলোর সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ।

সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের হালনাগাদ তথ্য তুলে ধরা হয়। বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০,৩৪,৩১৬টি এবং সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে আরও ৩,৩৯,৪৫৪টি কার্ড।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে