ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিনিয়োগ শিক্ষা এখন টিভিতে: ৩৫ চ্যানেলে বিএসইসি'র সচেতনতামূলক বার্তা

২০২৫ সেপ্টেম্বর ১৮ ২৩:০৪:৪১
বিনিয়োগ শিক্ষা এখন টিভিতে: ৩৫ চ্যানেলে বিএসইসি'র সচেতনতামূলক বার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং সচেতনতা বাড়াতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের ৩৫টি টেলিভিশন চ্যানেলকে বিনামূল্যে বিনিয়োগ শিক্ষা ও সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুরোধে এই নির্দেশনা জারি করা হয়, যার লক্ষ্য হলো গুজব ও প্রলোভন থেকে বিনিয়োগকারীদের রক্ষা করা।

সম্প্রতি, মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থে সকল টিভি চ্যানেলকে নিয়মিত বিরতিতে স্ক্রলে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে। একই সঙ্গে, জেলা তথ্য অফিসগুলোকে জনস্বার্থে এই ধরনের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় যে বার্তাগুলো প্রচারের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রধান হলো: "বিনিয়োগে সচেতন হোন—গুজব বা প্রলোভনে বিনিয়োগ না করে, প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন।" এছাড়া, "সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী" এবং বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের ঠিকানাগুলোও উল্লেখ করতে বলা হয়েছে।

এই নির্দেশনার আওতায় বাংলাদেশ টেলিভিশনসহ এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, সময় মিডিয়া, একাত্তর মিডিয়া এবং যমুনা টেলিভিশন-এর মতো দেশের প্রধান ৩৫টি টেলিভিশন চ্যানেল রয়েছে। বিএসইসি বিশ্বাস করে, এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর কাছে পৌঁছানো সম্ভব হবে এবং তারা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে