ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে ডিএসই

২০২৫ সেপ্টেম্বর ১৮ ২২:৩৬:১৫
শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে উন্নত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উভয় পক্ষ বাজারের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। আলোচনায় উঠে এসেছে যে, আইপিও প্রক্রিয়া সহজ করা, বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ডিএসই নিজেদের ইতিবাচকভাবে পরিবর্তন করতে চেষ্টা করছে। আইপিও প্রক্রিয়া সহজ করার পাশাপাশি, তালিকাভুক্ত কোম্পানিগুলোর অভিযোগগুলো ডিএসই নিয়মিতভাবে নিয়ন্ত্রক সংস্থার কাছে তুলে ধরছে। তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে অনিয়ম ও অবহেলার কারণে দেশের শেয়ারবাজার অর্থনীতির সঙ্গে তাল মেলাতে পারেনি। তবে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদার) ড. আনিসুজ্জামানের তত্ত্বাবধান, বাজেটে ইতিবাচক পরিবর্তন এবং সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে বাজারে এখন আশার আলো দেখা যাচ্ছে।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান আরও জানান, সংশোধিত আইপিও পদ্ধতির মাধ্যমে ভালো উদ্যোক্তারা সঠিক মূল্যায়ন পাবেন এবং মন্দ কোম্পানিগুলো বাজারে আসতে পারবে না। গ্রিন চ্যানেল এবং ডিজিটাইজেশনের মাধ্যমে দ্রুত আইপিও অনুমোদন দেওয়া সম্ভব হবে। একই সাথে, ডিজিটাল বা হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা ও অ্যাসোসিয়েশনের মধ্যে সমন্বয় করে একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে বাজারের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। তিনি বিশ্বাস করেন, ডিএসই এবং বিএপিএলসি'র মধ্যে এই সহযোগিতা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

অন্যদিকে, বিএপিএলসির প্রেসিডেন্ট রূপালি হক চৌধুরী বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি বাজারের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে বিএপিএলসি সবসময় কাজ করছে। তিনি আরও বলেন, দেশের শেয়ারবাজারকে আরও বড় করার জন্য নতুন নতুন আইডিয়া ও বিজনেস প্ল্যান দেখে ছোট কোম্পানিগুলোকে বাজারে আনা প্রয়োজন। এছাড়া, তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কমপ্লায়েন্সের বিষয়গুলো সহজ করা দরকার। তিনি সমস্যা নিয়ে আলোচনার পরিবর্তে সমাধানের উপায় নিয়ে বেশি আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

এই সভায় উভয় পক্ষের প্রতিনিধিরা লিস্টিং প্রক্রিয়ার স্বচ্ছতা, সুশাসন কাঠামো, কর নীতি, আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, গ্রিন চ্যানেল প্রবর্তন, নিয়ন্ত্রকদের মধ্যে সমন্বয় সাধন, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম, এবং তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর বৈষম্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ডিএসই এবং বিএপিএলসি উভয়েই এই সিদ্ধান্তে একমত হন যে, শুধুমাত্র গঠনমূলক সহযোগিতার মাধ্যমেই একটি শক্তিশালী এবং টেকসই শেয়ারবাজার গড়ে তোলা সম্ভব।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে