ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাকসু নির্বাচনে পাল্টে যাচ্ছে হিসাব

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৪:২৬:৩৪
জাকসু নির্বাচনে পাল্টে যাচ্ছে হিসাব

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টির গণনা শেষ হয়েছে। এর মধ্যে শীর্ষ চারটি পদের তিনটিতেই এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু।তার প্রধান প্রতিদ্বন্দ্বী, শিবির-সমর্থিত আরিফুল আদিব প্রায় ৮০০ ভোটে পিছিয়ে আছেন বলে জানা গেছে। একাধিক বিশ্বস্ত সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছে।

শিবিরের একচ্ছত্র আধিপত্য অন্য তিন পদের দখলে

সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (শিবির সমর্থিত)

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) - নারী: আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির সমর্থিত)

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) - পুরুষ: ফেরদৌস হাসান (শিবির সমর্থিত)

এই তিনটি পদেই শিবির সমর্থিত প্রার্থীরা পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ভোট কারচুপির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন:“জাকসু নির্বাচনে কেউ কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে আমি চাকরি ছেড়ে দেব, এমনকি পেনশনও গ্রহণ করব না।”

তিনি আরও জানান, দুপুর ২টার মধ্যে সকল কেন্দ্রের ভোট গণনা শেষ হবে। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে