ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চিঠিতে যা লিখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:১৬:০৭
চিঠিতে যা লিখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নেপালে সামাজিক মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

পদত্যাগপত্রে ওলি লিখেছেন, "নেপালের সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনায়, রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে এবং দেশের স্বার্থে আমি সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।"

পদত্যাগের আগে টানা দুই দিন দেশজুড়ে ব্যাপক আন্দোলন হয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় এই বিক্ষোভ। সোমবার শান্তিপূর্ণভাবে শুরু হওয়া মিছিল একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়।

এর মধ্যেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তার স্বার্থে নেপাল সেনাবাহিনী হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নেওয়ার অভিযান শুরু করে।

এই আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন অনেকেই। পরিস্থিতির চাপে এর আগেই কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটিতে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে গেল।

এই গণআন্দোলনকে বিক্ষোভকারীরা 'জেন-জি রেভল্যুশন' নামে অভিহিত করেছেন, যেখানে তরুণ প্রজন্মের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে