ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিবিরের পূরণ করা ব্যালট প্রসঙ্গে যা বললেন ফরহাদ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৫:১৭:৩১
শিবিরের পূরণ করা ব্যালট প্রসঙ্গে যা বললেন ফরহাদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক ভোটারকে পূর্বেই পূরণ করে রাখা ব্যালট পেপার দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রিটার্নিং অফিসার ফররুখ মাহমুদ জানিয়েছেন,“ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল ছিল, যা অভিযোগকারী ভোটার নিজেও বুঝতে পেরেছেন। তবে বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ঘটনাস্থলে থাকা সীমা আক্তার নামের এক প্রার্থীর পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম এবং এক নাম প্রকাশে অনিচ্ছুক পোলিং এজেন্ট জানান,ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর একজন ভোটারকে একই ব্যালট পেপারের দুটি কপি দেওয়া হয়। তিনি উভয় ব্যালটেই ভোট প্রদান করেন। একটি ব্যালট বাক্সে ফেলার পর অন্যটি টেবিলে রেখে যান। পরে আরেক ভোটারকে সেই ব্যালটটি দেওয়া হলে তিনি লক্ষ্য করেন সেটি ইতিমধ্যে পূরণ করা। বিষয়টি সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং অভিযোগকারী ভোটার সেটি ফিরিয়ে দেন।

এ বিষয়ে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী নিজেও স্বীকার করেছেন,“ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। অসতর্কতার কারণে ভুলটি হয়েছে।”

তবে এই ঘটনাকে আরও গুরুতর অভিযোগ হিসেবে উপস্থাপন করেছেন শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন,“একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা পূরণ করা ব্যালট পেপার সরাসরি ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছেন, এমনকি শিক্ষার্থীদেরও তিনি পূরণ করা ব্যালট দিয়েছেন।”

তিনি আরও দাবি করেন, এটি পরিকল্পিতভাবে শিবিরপ্রার্থীদের ভোটের ফলাফল প্রভাবিত করতে হতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে