ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পূরণকৃত ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে অব্যাহতি

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১২:১৫:৪০
পূরণকৃত ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ব্যালট বিতরণে অনিচ্ছাকৃত একটি ত্রুটির ঘটনায় এক পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, মঙ্গলবার কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার প্রদান করেন পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সংশ্লিষ্ট ভোটার নিজেও তা বুঝতে পেরেছেন। তারপরও প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেছে।

প্রশাসনের বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ধরনের যেকোনো অনিয়ম বা ভুলের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে