ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আইন লঙ্ঘনে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্কতা

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৫:৩৯:২১
আইন লঙ্ঘনে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে গত আগস্ট মাসে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে ২২ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে চিঠি ইস্যু করে সতর্ক করা হয়।

সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো—ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তিনটি ব্রোকারেজ হাউজ: কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড।

যেসব ব্যক্তিকে সতর্ক করা হয়েছে—ন্যাশনাল ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ডের চেয়ারম্যানসহ ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সতর্ক করা হয়েছে।

এর বাইরে, কনমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন-চার্জ এবং ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান ও ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখা কমিশনের অন্যতম দায়িত্ব। তাই সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে