ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়মবহির্ভূত বিনিয়োগ ফেরত আনার নির্দেশ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০৭:৪১:৩১
ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়মবহির্ভূত বিনিয়োগ ফেরত আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নিয়ম লঙ্ঘন করে এএফসি হেলথ লিমিটেডে অবৈধ বিনিয়োগ করায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে সেই অর্থ ফেরত আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্তে দেখা গেছে, ভ্যানগার্ড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ করেছিল, যা সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এএফসি হেলথের শেয়ার মূলধন ১৪৫ কোটি টাকা দেখানো হলেও কোনো শেয়ার প্রিমিয়াম উল্লেখ করা হয়নি। এছাড়াও, প্রি-আইপিও প্লেসমেন্টের বিনিয়োগ থেকে ফান্ডের কোনো আয়ও দেখানো হয়নি। কমিশন এই বিষয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি চেয়েছিল, কিন্তু ভ্যানগার্ডের দেওয়া তথ্য সন্তোষজনক ছিল না।

কমিশন মনে করে, এই নিয়ম-বহির্ভূত বিনিয়োগের কারণে ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাই, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না আনা হয়, তবে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকা জরিমানা করা হবে। এরপরও যদি অর্থ ফেরত না দেওয়া হয়, তাহলে পরবর্তী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে, অন্যথায় প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা বাড়বে।

এই ঘটনায় ফান্ডটির ট্রাস্টি হিসেবে তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)-কে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, এ ধরনের ব্যর্থতা ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে