ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিতর্কে অংশ নিলেন ডাকসুর ৬ জিএস প্রার্থী

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১০:৫৩:০৫
বিতর্কে অংশ নিলেন ডাকসুর ৬ জিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছয়জনকে নিয়ে অনুষ্ঠিত হলো এক আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায়, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে।

বিতর্কে অংশ নেওয়া প্রার্থীরা:

শেখ তানভীর বারী হামিম – ছাত্রদল সমর্থিত প্যানেল

এস এম ফরহাদ – শিবির সমর্থিত প্যানেল

আবু বাকের মজুমদার – বাম গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)

আল সাদী ভূঁইয়া – উমামা ফাতেমার প্যানেল

খায়রুল আহসান মারজান – ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল

মো. আশিকুর রহমান – স্বতন্ত্র প্রার্থী

বিতর্কের ধাপসমূহ:

বিতর্কটি চারটি ধাপে সম্পন্ন হয়।

প্রথমে প্রার্থীরা নির্বাচিত হলে তাদের পরিকল্পনার কথা বলেন। এরপর নির্ধারিত দুইটি প্রশ্নের উত্তর দেন। তৃতীয় ধাপে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং সবশেষে উপসংহারে নিজেদের অবস্থান তুলে ধরেন।

প্রার্থীদের প্রতিশ্রুতি ও ইশতেহার:

শেখ তানভীর বারী হামিম বলেন, কম্পিউটার লিটারেসি বৃদ্ধি, পাঠদান পদ্ধতি আধুনিকায়ন এবং আবাসন সংকট সমাধানে কাজ করবেন।

এস এম ফরহাদ প্রতিশ্রুতি দেন, অ্যালামনাইদের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তুলে শিক্ষার্থীদের সহযোগিতা করবেন এবং আবাসন ও খাবারের মানোন্নয়ন করবেন।

আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করে গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, "ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড" নিশ্চিত করা এবং বাস সংখ্যা বাড়ানো হবে।

খায়রুল আহসান মারজান বলেন, শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে অনলাইন ব্যবস্থা চালু করবেন এবং অনাবাসিক ছাত্রীদের জন্য কমনরুমের ব্যবস্থা করবেন।

আল সাদী ভূঁইয়া বলেন, তিনি কাজ দিয়ে প্রমাণ করবেন। দখলদারিত্বের রাজনীতি বন্ধ করবেন এবং পুরো ক্যাম্পাস ডিজিটালাইজড করবেন।

বহিরাগত নিয়ন্ত্রণ নিয়ে প্রার্থীদের মতামত:

হামিম বলেন, বহিরাগত নিয়ন্ত্রণে ক্যাম্পাসকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার প্রস্তাব দেন এবং 'রিট' পদ্ধতির কথা বলেন।

ফরহাদ বলেন, এলাকাভেদে আলাদা কৌশল প্রয়োগ করা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বহিরাগত প্রবেশ সীমিত করা হবে।

বাকের বলেন, বহিরাগত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

মারজান বলেন, নিয়মিত পাহারা, মাদকাসক্তদের বহিষ্কার ও অ্যালামনাইদের অনুমতি সাপেক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করবেন।

স্বতন্ত্র প্রার্থী আশিক বলেন, তিনি ট্যাগিং ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার মতে, ফৌজদারি মামলা ছাড়া সবাই বিশ্ববিদ্যালয়ের অংশ। বহিরাগত সমস্যা ধীরে ধীরে সমাধান এবং প্রক্টরিয়াল টিমের সদস্য সংখ্যা বাড়ানো হবে।

এই বিতর্ক অনুষ্ঠানটি প্রার্থীদের অবস্থান, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা মাথায় রেখে প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা উপস্থাপন করেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে