ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করল ডিএনসিসি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:৩০:৩৮
আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনগণকে সচেতন করে জানিয়েছে, তাদের কোনো কাজ বা সেবা পাওয়ার জন্য সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ লেনদেন করা যাবেনা।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমসহ সব সেবা নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুযায়ী সম্পন্ন করা হয়। এই সব কার্যক্রমে কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ বা অনৈতিক অনুরোধের সুযোগ নেই।

তাই কেউ যেন কোনো কর্মকর্তা, কর্মচারী বা দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করে। যদি কেউ অতিরিক্ত অর্থ দাবির চেষ্টা করে, তবে সে ব্যক্তি ও তার সঙ্গে লেনদেনকারী উভয়কে আইনের আওতায় আনা হবে।

ডিএনসিসি জনগণকে অনুরোধ করেছে, এমন কোনো অর্থ দাবির বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থায় দ্রুত জানাতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে