ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:১৬:২৫
তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ

নিজস্ব প্রতিবেদক: তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। শ্রম আইন লঙ্ঘন, শ্রমিকদের পাওনা পরিশোধে গাফিলতি ও দীর্ঘদিন ধরে বিদেশে পলায়নরত থাকার অভিযোগে এই অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব ব্যবসায়ীর বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে, তারা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

সরকার জানিয়েছে, শ্রম আদালতসহ বিভিন্ন আদালতে দায়ের হওয়া মামলাগুলোর প্রেক্ষিতে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে দীর্ঘদিন ধরে কোনো সাড়া না পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্তরা দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং আদালতের তলবে হাজির হচ্ছেন না, যা মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে।

ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধটি পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এনসিবি) দপ্তর থেকে। অনুরোধপত্রে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা শ্রম আইনের ধারাসমূহ লঙ্ঘন করে শ্রমিকদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করেই দেশত্যাগ করেছেন।

সরকার বলছে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রমের আওতায় আনা জরুরি। এতে করে শ্রমিকদের পাওনা আদায়ে অগ্রগতি সম্ভব হবে এবং দেশে কর্মসংস্থানে শৃঙ্খলা ফিরে আসবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে