ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রাম্পের এক সিদ্ধান্তে বিপাকে লাখো বিদেশি

২০২৫ আগস্ট ২৭ ১৩:২৭:৫০
ট্রাম্পের এক সিদ্ধান্তে বিপাকে লাখো বিদেশি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এইচ-১বি ভিসা ও গ্রিনকার্ড ব্যবস্থায় আসছে কড়াকড়ি ও নতুন শর্ত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লুটনিক বলেন, “বর্তমান এইচ-১বি ভিসা ব্যবস্থা খুবই দুর্বল। এতে বিদেশি কর্মীরা মার্কিন কর্মীদের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন। সময় এসেছে, মার্কিন প্রতিষ্ঠানগুলো নিজেদের নাগরিকদের অগ্রাধিকার দেবে।”

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক আরও জানান, এইচ-১বি ও গ্রিনকার্ড নীতির সংস্কারে তিনি নিজেও সরাসরি যুক্ত আছেন। তার ভাষায়, “বর্তমান ভিসা ব্যবস্থাটি ভয়াবহ। একজন মার্কিন নাগরিকের গড় বার্ষিক আয় যেখানে ৭৫ হাজার ডলার, সেখানে গ্রিনকার্ডধারী বিদেশিদের আয় মাত্র ৬৬ হাজার ডলার। এই ব্যবস্থার পরিবর্তন জরুরি।”

তিনি বলেন, “ট্রাম্প চাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেন বিশ্বের সবচেয়ে মেধাবী ব্যক্তিরা আসেন। তাই আমরা ‘সোনার কার্ড’ ধারণার মতো একটি উন্নত ভিসা ব্যবস্থা চালুর দিকে যাচ্ছি।”

লুটনিক জানান, এইচ-১বি ভিসা প্রদানে বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে উচ্চ বেতনের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছে প্রশাসন। সেই সঙ্গে এই ভিসাকে ‘মজুরি-ভিত্তিক’ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চাইলে (গ্রিনকার্ড পেতে) এইচ-১বি ভিসা থাকা আবশ্যক। ফলে নতুন নীতির প্রভাব সরাসরি পড়বে অভিবাসী কর্মীদের ওপর, বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে। কারণ, বর্তমানে এইচ-১বি ভিসা পাওয়া কর্মীদের প্রায় ৭০ শতাংশই ভারতীয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে