ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা 

২০২৫ আগস্ট ২৭ ১১:২৮:১২
আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক: অনাদায়ী ঋণ আদায়ের লক্ষ্যে আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ রফিকুল ইসলামসহ পাঁচজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাস্ট ব্যাংক পিএলসি—ঢাকা ক্যান্টনমেন্টের স্বাধীন টাওয়ার শাখা—আমান গ্রুপের বিরুদ্ধে ২২২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকার দেনা আদায়ের জন্য অর্থ ঋণ আদালত-৬, ঢাকায় একটি মামলা দায়ের করে। গত সোমবার (২৫ আগস্ট) অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর ৫৭ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

আদেশে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদেরকে পাসপোর্টসহ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না। এ সময়ের মধ্যে তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন:মুহাম্মদ রফিকুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক),তার তিন পুত্র: মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম,তার স্ত্রী: মুক্তা ইসলাম

ট্রাস্ট ব্যাংকের নিয়োজিত আইনজীবী মনিরুল ইসলাম জানান, অনাদায়ী ঋণ আদায়ের প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত আসামিদেরকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। পাশাপাশি আদেশ কার্যকর না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, আমান গ্রুপের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন—আমান ফুড লিমিটেড, জুবেলিন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, আমান টেক্সট লিমিটেড, ও আমান নেট প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড—এইসব প্রতিষ্ঠানের নামে ট্রাস্ট ব্যাংক থেকে উল্লেখিত অর্থের ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করায় ব্যাংক আদালতের শরণাপন্ন হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে