ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

ছাত্রীদের অপমান, বরখাস্ত ভিকারুননিসার শিক্ষিকা

২০২৫ আগস্ট ২৬ ১৭:০৯:১৫
ছাত্রীদের অপমান, বরখাস্ত ভিকারুননিসার শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের তথ্য জানানো হয়।

গত ২৪ আগস্ট (রোববার) বসুন্ধরা শাখার প্রভাতি শিফটে ষষ্ঠ শ্রেণির ২০-২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে অংশ নেয়। প্রথম থেকে পঞ্চম পিরিয়ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ পিরিয়ডে ইংরেজি ক্লাসে শিক্ষিকা ফজিলাতুন নাহার ওই শিক্ষার্থীদের হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেন।

অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের উদ্দেশে "মাদ্রাসার মেয়েদের মতো কেন হিজাব পরে এসেছো?" বলে খারাপ ভাষায় কথা বলেন তিনি।

অভিযোগ যাচাইয়ের পর কলেজের এডহক কমিটি সিদ্ধান্ত নেয়, বিষয়টি গুরুতর শৃঙ্খলাভঙ্গের পর্যায়ে পড়ে। এজন্য ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে—কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না।

ঘটনার দিন রাতে ফজিলাতুন নাহার বলেন, “স্কুলের নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী পর্দা করতে চাইলে সাদা স্কার্ফ পরার নিয়ম রয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী রঙিন ওড়না পরে এসেছিল। তাই তাদের ক্লাস থেকে বের করে দিয়েছি।”

তবে বরখাস্ত হওয়ার পর মঙ্গলবার তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষার্থীদের পরিধান স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিষয়টিকে দেখছেন। সামাজিক মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা ও প্রতিষ্ঠানিক শৃঙ্খলার ভারসাম্য রক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে