ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ভাইরাল ভিডিওর পর শেষ পর্যন্ত মুখ খুললেন স্বাধীন খসরু

২০২৫ আগস্ট ২৩ ০৯:২৩:৪৭
ভাইরাল ভিডিওর পর শেষ পর্যন্ত মুখ খুললেন স্বাধীন খসরু

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কের মুখে পড়া জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘অনুশোচনা’ শিরোনামে তিনি দুঃখ প্রকাশ করেন।

স্বাধীন খসরু পোস্টে লিখেছেন,“গতকাল আমার একটি ছোট ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। আমি স্পষ্ট করে বলতে চাই—এখানে নারী বা পুরুষ নয়, আমি সমগ্র মানব জাতিকেই সম্মান করি।”

তিনি দাবি করেন, ভিডিওটি ছিল তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, যার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়।

“গত কয়েকদিনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে মনে জমে থাকা ক্ষোভ থেকেই ওই কথাগুলো বলেছিলাম। কিন্তু কারও মনে কষ্ট দিয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত,”—যোগ করেন অভিনেতা।

পোস্টের শেষাংশে তিনি লেখেন,“মানুষ হিসেবে আমাদের সবারই ভুল হতে পারে। তাই কারও অনুভূতিতে আঘাত লাগলে আমি নিঃসংকোচে ক্ষমা চাইছি। মানুষ ও মানবতার জয় হোক—এই কামনা করি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে