ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

মাদরাসা প্রধানদের জন্য জরুরি নির্দেশনা

২০২৫ আগস্ট ২১ ১৯:৪২:৩০
মাদরাসা প্রধানদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হবে এবং কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় প্রধান বক্তব্য:

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার থেকে এমপিও (মাসিক পারফরম্যান্স অবর্ডার) এর মাধ্যমে নিয়মিত প্রদান করা হয়।

তবে কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বা কমিটি কারনে বেতন-ভাতা প্রদান না করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটির নেই।

যদি কোনো শিক্ষক-কর্মচারীকে শাস্তিমূলক কারণে সাময়িক বরখাস্ত করা হয়, তখনও তার খোরপোশ ভাতা বন্ধ করা যাবে না।

শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশনা:

কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করার জন্য এই নির্দেশনা জারি করা হলো।

নির্দেশনা অমান্য করলে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিত বা বাতিল এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০০৯ সালের প্রবিধানমালা অনুসারে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর কঠোর মনোভাব নিয়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে, যা মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে