ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

২০২৫ আগস্ট ২১ ১৯:৩৪:২০
বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ‘উদ্যোক্তা হব, দেশ গড়ব’ এই শ্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে ঝিনাইদহে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সিও টাওয়ারে সমাপনীতে নারী-পরুষ ও তরুণ-তরুনিসহ ২৫জন উদ্যোক্তাকে সনদপত্র, ত্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়।

এ সময় যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থপনা পরিচালক মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সাইফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপ প্রকল্প পরিচালক মো. আয়ুব আলী, যমুনা ব্যাংকের এসএমই বিজনেস প্রধান নাসরুল হাদি মো. নুসরাত, যমুনা ব্যাংকের ট্রেনিং প্রধান মো. আফজাল হোসেন ও সিও এনজিরও নির্বাহী পরিচালক মো. শামসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা ব্যাংকের ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক মো. আতিয়ার রহমান।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশ প্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে