ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

৮৭টি ভবন ঝুঁকিতে, ১৪ জন তারকা বিপাকে

২০২৫ আগস্ট ২১ ১১:০৯:৪৯
৮৭টি ভবন ঝুঁকিতে, ১৪ জন তারকা বিপাকে

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরার বাউনিয়া এলাকায় ‘প্রিয়াংকা রানওয়ে সোসাইটি’র ‘ভার্টিকেল-২’ ভবনে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।

২০১৯ সালে অভিনেতা মাসুম বাসার ও মিলি বাসার ভবনটির অষ্টম তলায় ফ্ল্যাট কিনেছিলেন। পরে সেখানে আরও ফ্ল্যাট কেনেন চঞ্চল চৌধুরী, শামীম জামান, হিমু আকরাম, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা, আ খ ম হাসান, সাজু খাদেম, শ্যামল মওলা, নিলয়, সামিয়া অথৈসহ অনেকে।স্থানীয়ভাবে ভবনটি ‘তারকা বাড়ি’ নামে পরিচিত।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির উচ্চতা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৩৩ ফুট বেশি, যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। ছাদে থাকা সিঁড়িঘর, পানির ট্যাংক, লিফট মেশিনঘর, তারকাঁটা, অ্যান্টেনা প্রভৃতি ভেঙে ফেলতে হবে।

চঞ্চল চৌধুরী বলেন, “দুই প্রতিষ্ঠানের ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের। এই অসহায়ত্বের কথা বলব কাকে?”

অভিনেতা মাসুম বাসার বলেন, “নথিপত্র দেখে ফ্ল্যাট কিনেছিলাম। এখন ভেঙে ফেলতে বললে ক্ষতিপূরণ কে দেবে?”

নাট্যপরিচালক হিমু আকরাম বলেন, “আইন মানব, কিন্তু ক্ষতিপূরণ চাই।”

সিভিল এভিয়েশন বলছে, ভবনগুলোর উচ্চতা অনুমোদনের সময় প্রিয়াংকা সোসাইটি ভুল ভৌগোলিক স্থানাঙ্ক দিয়েছিল। পরে জরিপে গড়মিল ধরা পড়ে, তাই নতুন করে উচ্চতা নির্ধারণ করা হয়েছে।

তবে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, “ভুলটা সিভিল এভিয়েশনের। তাদের দেওয়া অনুমোদনের ভিত্তিতেই ভবন তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।”

প্রিয়াংকা রানওয়ে সোসাইটির অন্তত ছয়টি ভবন, মোট ১০৬টি ফ্ল্যাট ‘উচ্চতা নীতি’ লঙ্ঘন করেছে। পুরো এলাকায় ৮৭টি ভবনের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে।

৩০ নম্বর প্লটের ‘মায়াকাব্য’ ভবন ৭ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে। ৯ নম্বর প্লটে অনুমোদন ছিল ৫ তলা, সেখানে হয়েছে সাড়ে ৫ তলা। সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিভিল এভিয়েশন বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রানওয়ের ১৫ কিলোমিটারের মধ্যে ভবনের উচ্চতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ওএলএস (Obstacle Limitation Surface) চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ অংশ ভাঙা হবে।

রাজউক জানিয়েছে, বিষয়টি সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে