ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

১২ বছর পর দর্শকের আবেগে ধাক্কা দিলেন দেব-শুভশ্রী

২০২৫ আগস্ট ১৭ ১৯:২৮:১৫
১২ বছর পর দর্শকের আবেগে ধাক্কা দিলেন দেব-শুভশ্রী

নিজস্ব প্রতিবেদক: ১০ বছরের দূরত্ব ঘুচিয়ে ফের একসঙ্গে মঞ্চে উঠলেন টলিউডের একসময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। 'ধূমকেতু' সিনেমার ট্রেলার উন্মোচন উপলক্ষে নজরুল মঞ্চে তারা উপস্থিত হন এবং একসঙ্গে নাচেন ও হাসি-মজায় মেতে ওঠেন। বহুদিন পর দুজনকে এক মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা।

কিন্তু এই পুনর্মিলন যে একেবারে স্বতঃস্ফূর্ত নয়, তা জানিয়েছেন দেব নিজেই। ট্রেলার প্রকাশের পর দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন,"মঞ্চে উপস্থাপক যেসব প্রশ্ন করেছিলেন, সেগুলো আমি আর শুভশ্রী একসঙ্গে বসে তৈরি করেছিলাম— শুধুই সিনেমার প্রচারণার জন্য।"

তিনি বলেন, “আমাদের দর্শক দেব-শুভশ্রী জুটিকে আবার পর্দায় দেখতে চেয়েছেন বহু বছর ধরে। সেই অনুরাগীদের জন্যই এমন পরিকল্পনা করা হয়। সিনেমার প্রচারে এই মঞ্চের মুহূর্তগুলো কাজে লাগানো হয়েছে।”

দেব আরও বলেন, “একসময় আমরা একসঙ্গে ছিলাম, তারপর আলাদা হয়ে গেছি। এখন আমি গত ১২ বছর রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর জীবনেও অনেক পরিবর্তন এসেছে। অতীতে আমাদের সম্পর্ক নিয়ে অনেক নেতিবাচকতা ছড়িয়েছে। সেই দাগগুলো মুছে ফেলতেই আমরা ভালো মুহূর্তগুলো ভাগ করে নিতে চেয়েছি।”

তবে পুরো ঘটনাটিকে 'স্ক্রিপ্টেড' বললেও দেব জানান, উদ্দেশ্য ছিল ইতিবাচক— পুরোনো রেশ না টেনে, স্মৃতিকে উদ্‌যাপন করা।

অনুষ্ঠানে দুজনের খুনসুটি, হাস্যরস ও পারফরম্যান্স ঘিরে ভক্তরা যেমন আবেগে ভেসেছেন, তেমনই অনেকেই বিস্মিত হয়েছেন এ সত্য জেনে— সবই ছিল সিনেমার পরিকল্পিত প্রচারণার অংশ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে