ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

২০২৫ আগস্ট ২০ ২২:২৮:১৮
আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলের শীর্ষ নেতাদের একটি বড় অংশ বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারত থেকে দলীয় কার্যক্রম পরিচালনার খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও, এবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “ভারতের মাটিতে আওয়ামী লীগের কোনো সদস্য যদি বাংলাদেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকে বা ভারতের আইন ভঙ্গ করে, তার খবর ভারত সরকারকে নেই। আমরা এ ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি দিই না।”

তিনি আরও বলেন, “ভারত সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারতীয় মাটি থেকে পরিচালিত হতে দেয় না।” জয়সওয়াল এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা “ভিত্তিহীন” দাবি করে জানান।

মুখপাত্র আশা প্রকাশ করেন, “বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ভোটাধিকার অনুযায়ী খুব শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ বিবৃতির মধ্য দিয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে যে, তার মাটিতে কোনো বিদেশি রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন দেওয়া হবে না। একই সঙ্গে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে ভারতের অবস্থানও পরিষ্কার করা হলো।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে