ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

নসরুল হামিদের বাগানবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

২০২৫ আগস্ট ২০ ১৯:৫৩:৪৮
নসরুল হামিদের বাগানবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতীরে দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) সকালে শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধভাবে নির্মিত একটি বাগানবাড়ি ভেঙে ফেলা হয়।

অভিযান পরিচালিত হয় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল মৌজায়। এ সময় বুড়িগঙ্গার তীরে নির্মিত তিনটি দোতলা ভবন, একটি ডকইয়ার্ডের প্রায় ২০০ ফুট সীমানাপ্রাচীর এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রথম দিনের অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের উপপরিচালক আবু সালেহ এহতেশাম, ভৈরব নদীবন্দরের উপপরিচালক নুর হোসেন এবং মেঘনা নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম।

বিআইডব্লিউটিএর কর্মকর্তা আবু সালেহ এহতেশাম জানান, বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “দখলদার যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দুই দিন ধরে অভিযান চলবে। আবহাওয়া অনুকূলে না থাকায় দুপুরে অভিযান স্থগিত করতে হয়েছে। আগামীকাল কাউটাইল ও দোলেশ্বর এলাকায় নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই এটি পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, সামনে আরও বিস্তৃতভাবে অভিযান চালানো হবে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে