ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

বিয়ের পর অভিনেত্রী বললেন ‘বিয়েতে রাজি ছিলাম না’

২০২৫ আগস্ট ২০ ১৯:৫০:৩৮
বিয়ের পর অভিনেত্রী বললেন ‘বিয়েতে রাজি ছিলাম না’

বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুনের চার হাত এক হয়েছে চলতি বছরের ঈদুল ফিতরের পর। পারিবারিক সম্মতিতে গত ৬ এপ্রিল উত্তরায় সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান।

তবে বিয়েতে প্রথমে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর মা নোয়াখালী ও বরিশালের ছেলেদের সঙ্গে পরিবারের মেয়েদের বিয়ে দিতে চাননি। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের পরামর্শে রাজি হন তিনি।

মুনমুন বলেন, ‘নোয়াখালীতে গিয়ে বিয়েটা হয়েছে। আমি রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু আমাকে বুঝিয়েছে—জামিল ভালো ছেলে, কেন রাজি হবো না। শেষ পর্যন্ত মনে হলো, আসলে ভালো-মন্দ মানুষ সব জায়গাতেই আছে। জামিলের জন্ম সিলেটে হলেও তাঁর শিকড় নোয়াখালীতে। সে খুব ভালো মানুষ।’

অভিনেত্রী আরও জানান, তাঁদের একসঙ্গে একটি কাজ ইতিমধ্যেই সম্প্রচার হয়েছে। খুব শিগগিরই নতুন কাজও আসছে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জামিল হোসেন প্রথম আলোচনায় আসেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এ অংশগ্রহণের মাধ্যমে। এরপর নিয়মিত অভিনয়ের মাধ্যমে পেয়েছেন দর্শকপ্রিয়তা। অন্যদিকে, বিজ্ঞাপনচিত্রে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মুনমুন আহমেদ মুন। পরে নাটকে অভিনয় করে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে