ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

রবি এলিট সদস্যদের জন্য স্যাভয় আইসক্রিমে বিশেষ ছাড়

২০২৫ আগস্ট ২০ ১৯:৪৪:৫৪
রবি এলিট সদস্যদের জন্য স্যাভয় আইসক্রিমে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়াম গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা দিতে দেশের মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি এবং স্যাভয় আইসক্রিমের মধ্যে অংশীদারিত্ব চুক্তি হয়েছে। এর ফলে রবি এলিট সদস্যরা এখন স্যাভয়ের নির্দিষ্ট বান্ডেলে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ঢাকার ভেতরে বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা পাবেন। এছাড়া স্যাভয়ের এলিট স্কুপ ও মিল্কশেক পণ্যে এলিট গ্রাহকরা উপভোগ করবেন ১০ শতাংশ ডিসকাউন্ট।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রবি আজিয়াটা ও স্যাভয় আইসক্রিমের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ সময় রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী এবং ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশন্স) মানিক লাল দাস। স্যাভয়ের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর এস. নাভিদ আলম, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশান শবুক্তগীন ও সৈয়দ সাইরাস তারান্নুর প্রমুখ।

গ্রাহকরা রবির অফিসিয়াল ওয়েবসাইট ও মাই রবি অ্যাপে এ অফারের বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি মোবাইল থেকে REW ELITESAVOY লিখে ১২১৩ নম্বরে (চার্জ ফ্রি) এসএমএস পাঠালেই অফারটি পাওয়া যাবে।

উল্লেখ্য, রবি এলিট হলো রবির প্রিমিয়াম গ্রাহক সেবা ও রিওয়ার্ডস প্রোগ্রাম, যেখানে সদস্যরা বিশেষ ছাড়, প্রায়োরিটি সার্ভিস এবং বিভিন্ন লাইফস্টাইল সুবিধা ভোগ করতে পারেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে