ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

এএফপি’র অনুসন্ধান: ৫ আগস্ট কোথায় ছিলেন পিটার হাস?

২০২৫ আগস্ট ১৬ ০০:২৮:১৬
এএফপি’র অনুসন্ধান: ৫ আগস্ট কোথায় ছিলেন পিটার হাস?

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ৫ আগস্ট নবগঠিত রাজনৈতিক দল এনসিপি-এর নেতাদের সঙ্গে বৈঠক করতে ঢাকা সফর করেছেন—এমন খবর বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা খবরটিকে ভুয়া বলে অভিহিত করেছেন।

প্রকাশিত ভুয়া খবরটিতে দাবি করা হয়েছিল, এনসিপি-এর চারজন শীর্ষ নেতা কক্সবাজারের একটি হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। এই দাবির সমর্থনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের একটি কথিত তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছিল। ওই নথিতে ৫ আগস্ট পিটার হাসের নাম এবং এমিরেটস-এর ইকে-৫৮৩ ফ্লাইটে তার প্রস্থানের সময় উল্লেখ করা হয়েছিল।

কিন্তু ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেন, ৫ আগস্ট সকালে পিটার হাস ওয়াশিংটনেই ছিলেন। এছাড়া, এনসিপি-এর পক্ষ থেকেও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

এই মিথ্যা খবরটি বাংলাদেশের সংবাদমাধ্যমের এক ভয়াবহ দিককে তুলে ধরেছে। কথিত ওই বৈঠকের খবরটি তখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে, যখন স্থানীয় একটি চ্যানেলে দাবি করা হয় যে, বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে এনসিপি নেতারা পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি'র প্রতিবেদন অনুযায়ী, তারা একাধিক সূত্র মারফত নিশ্চিত হয়েছে, ৫ আগস্ট পিটার হাস ওয়াশিংটনেই ছিলেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে