ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

নারীকে উলঙ্গ করে পেটানো নিয়ে ফাহামের ক্ষোভ

২০২৫ আগস্ট ১৪ ১৮:২৬:১৮
নারীকে উলঙ্গ করে পেটানো নিয়ে ফাহামের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক নারীকে জনসম্মুখে উলঙ্গ করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনা ঘিরে সমাজজুড়ে ক্ষোভ ও আলোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক সহিংস ঘটনার বর্ণনা দিয়ে বলেন, প্রতিদিন যে ধরনের ভয়াবহতা দেখা যাচ্ছে, তা গভীর উদ্বেগজনক।

ফাহাম লিখেছেন,“আজকে দেখলাম, একটা মেয়েকে জনসম্মুখে উলঙ্গ করে পেটানো হচ্ছে। একটা ছেলেকে অ্যাপার্টমেন্টে কোপানো হচ্ছে (সম্ভবত মারাও গেছে)। আরেক জায়গায় দেখি, রাস্তার মধ্যে অনেকে মিলে ২/৩ জনকে পেটাচ্ছে। কেন পেটানো হচ্ছে, তাও জানা নেই।”

তিনি আরও লিখেন,“প্রতিদিন এসব দেখি। কিছুদিন আগে দেখলাম, একটি মেয়েকে বেবি ট্যাক্সির ভেতরে হেনস্তা করা হচ্ছে—পেটানো হয়েছে কিনা নিশ্চিত না। এসব দেখে মনটা ভেঙে যায় ভাই।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র হতাশা প্রকাশ করে তিনি বলেন,“এই হারে চলতে থাকলে সেই দিন আর দূরে নয় যেদিন এই দেশের মানুষ ‘জুলাই গণঅভ্যুত্থান’কে ডিজওন (ডিজার্ভ) করবে। কী আশা ছিলো, আর কী দেখতে পাচ্ছি। একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে পেটানো হবে? এই আমার দেশ? আমরা কি আওয়ামী জাহেলিয়ার থেকেও নিচে নামবো?”

ফাহামের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে