ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

অপুর প্রসঙ্গে উপদেষ্টা আসিফ যা বললেন

২০২৫ আগস্ট ১৪ ১৬:২৪:২৩
অপুর প্রসঙ্গে উপদেষ্টা আসিফ যা বললেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তারকৃত জানে আলম অপুর বিষয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বহিষ্কৃত ছাত্রনেতা জানে আলম অপুর সঙ্গে আর কোনো যোগাযোগ তার হয়নি।

আসিফ মাহমুদ বলেন,“বিষয়টি এখনো তদন্তাধীন, তাই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে যেহেতু আমার নাম সেখানে স্পষ্টভাবে এসেছে, আমি সত্যিই অবাক হয়েছি।”

তিনি আরও বলেন,“জানে আলম অপুকে আমি চিনতাম যখন ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম। ২০২২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি সম্মিলিত কমিটিতে ও সক্রিয় ছিল। তখন ওর সঙ্গে পরিচয় হয়েছিল। কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর পর আর কখনো দেখা বা কথাবার্তা হয়নি।”

আসিফ মাহমুদ জানান,“আজকেও শুনেছি, অপু’র এক নারী সংবাদ সম্মেলন করে নিজেকে তার স্ত্রী দাবি করেছেন। তিনি বলেছেন, অপুকে গুম করে তার কাছ থেকে জোর করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। যদি এটা সত্যি হয়, তাহলে বিষয়টি অত্যন্ত শঙ্কাজনক।”

তিনি বলেন,“আমি নিজের মতো করে খোঁজ নেওয়ার চেষ্টা করছি, সত্যি কী ঘটেছে তা জানার জন্য।”

জানে আলম অপু ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। গুলশানের একটি অভিজাত এলাকায় চাঁদাবাজির অভিযোগে তার গ্রেপ্তারের পর নাম উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই উপদেষ্টা আসিফ সংবাদমাধ্যমের সামনে তার অবস্থান ব্যাখ্যা করলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে