ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

৩০ দিনের পদযাত্রা শেষে এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ জুলাই ৩১ ১১:৫৭:২৯
৩০ দিনের পদযাত্রা শেষে এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলার আশুলিয়ায় পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত মাসব্যাপী দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি। বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অনুষ্ঠিত জনসভায় দলটি নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয়।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে ‘নতুন বাংলাদেশ’ গঠনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

সভায় দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন,“এই সাভার, আশুলিয়া, বাইপাইল এক সময় ছিল ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু। এখানকার ছাত্র-জনতা বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই রাজধানী ঢাকাও সাহস পেয়েছিল রাজপথে নামার।”

তিনি বলেন,“আমরা ভুলিনি—এই অঞ্চলে কত নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল। শহীদ সজলের মায়ের বক্তব্য আমাদের সেই নিষ্ঠুরতার প্রমাণ বহন করে, যেখানে একজন মাকে তার সন্তানকে পুড়িয়ে মারার যন্ত্রণার কথা বলতে হয়।”

নাহিদ ইসলাম বলেন,“শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার সারা দেশে আমাদের ভাইদের ওপর নিপীড়ন চালিয়েছে। এমন অপরাধের জন্য শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালেও তা যথেষ্ট নয়। এ দেশের মানুষ আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না—না সরাসরি, না ‘রিফাইন’ রূপে।”

এনসিপির আহ্বায়ক আরও জানান, ঢাকা জেলার পাঁচটি উপজেলা—সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও যাত্রাবাড়ী—থেকে আগামী দিনে নেতৃত্ব গড়ে তোলা হবে।

“এই অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে মানুষ। অথচ এগুলোর মধ্যে রয়েছে বিশাল সম্ভাবনা—শিল্পাঞ্চল, শ্রমিক-অধ্যুষিত এলাকা, সংগঠিত শক্তি।”

তিনি জানান, দলটি চায়:

✅ ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার নিশ্চিত করা

✅ চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ঢাকা জেলা গড়ে তোলা

✅ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে নেতৃত্ব গঠন করা

নাহিদ ইসলাম দাবি করেন,“৩০ দিনের পদযাত্রা চলাকালীন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, হামলা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু আমরা থামিনি, জনস্রোত থামেনি। আগামীর বাংলাদেশে এনসিপির গণজোয়ার কেউ থামাতে পারবে না।”

উল্লেখ্য, গত ১ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে এই পদযাত্রা শুরু করেছিল এনসিপি। এরপর পুরো জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ৩০ জুলাই সাভারে এসে শেষ হয় কর্মসূচির আনুষ্ঠানিক অংশ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে