ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

জিমে ঢুকে হঠাৎ মৃত্যু চিত্রনায়ক জসীমের ছেলের

২০২৫ জুলাই ২৭ ১৮:৩৬:৪৪
জিমে ঢুকে হঠাৎ মৃত্যু চিত্রনায়ক জসীমের ছেলের

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক জসীমের ছেলে ও জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় জিম করতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাতুলের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ‘ওন্ড’ ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

তিনি জানান,“উত্তরার একটি জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। দ্রুত তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে এবং পরে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে ‘টু’ প্রকাশের পর রাতুল এবং তার ব্যান্ড দারুণ জনপ্রিয়তা অর্জন করে। শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, রাতুল ছিলেন একজন দক্ষ সংগীত প্রযোজক। দেশের অনেক ব্যান্ডের সফল অ্যালবামের পেছনে ছিল তার সৃজনশীল স্পর্শ।

রাতুলের মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় ব্যান্ড দল ‘নিজেদের’ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানিয়েছে “দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ‘ওন্ড’-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।”

এ কে রাতুল ছিলেন বাংলা সিনেমার অ্যাকশন হিরো খ্যাত চিত্রনায়ক জসীমের সন্তান। নিজের যোগ্যতা ও সৃষ্টিশীলতা দিয়েই তিনি সংগীতে নিজের অবস্থান গড়ে তুলেছিলেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে