ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

গণভবনে ড. ইউনূসের ‘সংবাদ সম্মেলন’ নিয়ে গুঞ্জন

২০২৫ জুলাই ১৪ ১২:৩৫:৫৫
গণভবনে ড. ইউনূসের ‘সংবাদ সম্মেলন’ নিয়ে গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক: গণভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে—এমন একটি খবর দেশের কিছু গণমাধ্যমে প্রচারিত হলেও সেটি সঠিক নয়। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভেরিফায়েড পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি স্পষ্টভাবে লিখেছেন, “প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না। কিছু গণমাধ্যমে যে খবরটি প্রচারিত হয়েছে, তা মিথ্যা।”

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে দুপুরে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন আয়োজনের খবর প্রচারিত হয়। সংবাদগুলোতে দাবি করা হয়, তিনি ‘জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে এই সংবাদ সম্মেলন করবেন। এমনকি এই তথ্য প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে প্রচার করা হয়।

তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি একেবারেই অস্বীকার করা হয়েছে। উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, গণমাধ্যমে প্রচারিত খবরটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে