ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

আশফাক নিপুণের পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদের জবাব

২০২৫ জুলাই ১৪ ১০:৪৫:২০
আশফাক নিপুণের পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদের জবাব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার নিন্দায় মুখর হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের পরিচিতজনরা।

নাট্যনির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে নিপুণ লিখেছেন:“আপনার মতো তরুণদের দিকে আমার মতো পুরো দেশ তাকিয়ে আছে। এসব চাঁদাবাজি, দখলবাজি, জের ধরে খুনোখুনি কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় আপনার সরকারের ওপরেও বর্তায়। দায় না নিয়ে হাসান মাহমুদের মতো দায় চাপানোর চটকদার রাজনীতি আমরা নতুন কোনো সরকারের ভেতর আর দেখতে চাই না।”

নিপুণের এই মন্তব্য উপেক্ষিত থাকেনি। এক ঘণ্টার মধ্যেই উপদেষ্টা আসিফ মাহমুদ তার মন্তব্যে জবাব দেন।

আসিফ মাহমুদ লিখেছেন:“কঠোর হস্তে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের একটা অভিজ্ঞতা শেয়ার করি নিপুণ ভাই।”

তিনি উল্লেখ করেন, কুমিল্লার মুরাদনগরে এক চাঁদাবাজকে হাতেনাতে ধরার পর বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় হামলা চালায়। এতে পুলিশ ও সাধারণ মানুষ আহত হন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং ৭ জনকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে মুক্তি পায়।

আসিফ আরও বলেন: “এই কঠোরতার কারণেই আমার বিরুদ্ধে অভিযোগ উঠে, আমি নাকি বিএনপি কর্মীদের ঘরছাড়া করেছি। অথচ সরকারের সবাই তো বিপ্লবী নন, অনেক সময় কঠোরতা অপরাধ হিসেবে বিবেচিত হয়।”

মন্তব্যের শেষ অংশে তিনি লিখেন: “মিডিয়ায় এসে বলে ইন্টারিম ব্যবস্থা নেয় না কেন, আবার ভেতরে ভেতরে সন্ত্রাসীদের ছাড় দেয়। প্রশাসনযন্ত্রের ৫-১০% বাদ দিলে বাকিরা তো ক্ষমতার গোলাম। এই সরকার আর কয়দিন?”

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সোহাগ হত্যায় যুবদলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার পর যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। পুলিশ ইতোমধ্যে প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে