ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এনসিপি নেতা

২০২৫ জুলাই ১৪ ১০:৩০:১৪
ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. ইমামুর রশিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. এ কে এম ওয়াহিদুজ্জামান। তিনি দাবি করেন, ভিডিওটি ১৪ মে ২০২৫, বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা হয়, এবং এটি একটি প্রজেক্টে কাজ দেওয়ার প্রতিশ্রুতির প্রেক্ষিতে অর্থ লেনদেনের প্রমাণ।

তবে এনসিপি নেতা ইমামুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ছিল দলীয় ফান্ডে স্বেচ্ছায় দেওয়া একটি ‘ডোনেশন’। তার ভাষ্য মতে, ওই নারী এর আগেও বিভিন্ন ফাউন্ডেশনে অর্থ সহায়তা দিয়েছেন এবং এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে একাধিকবার এসেছেন।

ইমামুর দাবি, টাকা নেওয়া তার উপর অর্পিত দায়িত্ব ছিল এবং তিনি তা দলের কোষাধ্যক্ষের কাছে জমা দিয়েছেন। তিনি আরও বলেন, ওই নারী পরবর্তীতে পার্টির শীর্ষ নেতাদের কাছে ‘ব্যক্তিগত অনৈতিক সুবিধা’ চাইলে তা না পাওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়েছেন।

ইমামুর রশিদ স্পষ্ট করে বলেন, “আমি যদি কোনো অনৈতিক কাজ করে থাকি, প্রমাণ পেলে স্বেচ্ছায় যে-কোন শাস্তি গ্রহণ করবো।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এনসিপির পক্ষ থেকে নতুন ‘ফান্ড নীতিমালা’ ও একটি ডোনেশন ওয়েবসাইট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে