ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

রাজনীতির ফাঁদ নিয়ে সালমান মুক্তাদিরের সতর্ক বার্তা

২০২৫ জুলাই ১২ ১৯:৩১:২২
রাজনীতির ফাঁদ নিয়ে সালমান মুক্তাদিরের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় সারা দেশে চলছে তীব্র ক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির দিয়েছেন এক সতর্ক বার্তা।

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালমান লেখেন,"যে ধর্ষণ আর হত্যাকাণ্ড আপনাকে কষ্ট দেয়, সেগুলো পাশের রাজনৈতিক লোকগুলোর কাছে আনন্দের খোরাক হয়ে দাঁড়ায়।... তারা শুধু সুযোগটাকে কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থের জন্য। মানবতার জন্য নয়, সহমর্মিতার জন্য নয়।"

সালমান পরামর্শ দেন,"চারপাশ চিনুন। যারা আপনার আবেগকে ব্যবহার করে নিজেদের লক্ষ্য পূরণ করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না। অপরাধী যেই হোক, তার বিচার দাবি করুন—সে কোন দলের, সেটা মুখ্য নয়।"

তিনি আরও বলেন,"সব অপরাধীই রাজনৈতিক নয়। কিন্তু আমরা যদি শুধু একটি দলের বিরুদ্ধে অবস্থান নিই, তাহলে আমরা পক্ষপাতদুষ্ট হয়ে যাই। প্রতিটি অপরাধের বিচার হওয়া উচিত—দলের পরিচয় নয়, অপরাধটাই মুখ্য হওয়া উচিত।"

সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে সালমান দুঃখ প্রকাশ করে লেখেন,"এই ঘটনাটি ইন্টারনেটে আসতেই দুই দিন লেগে গেছে। অথচ এত বড় বড় রাজনৈতিক সংগঠন ও গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও প্রথম তথ্য দিয়েছেন ফেসবুকের কিশোর-তরুণরাই।"

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে