ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

আবারো চাঁদা না পেয়ে গুলি, রক্তে রাঙাল পল্লবী

২০২৫ জুলাই ১২ ১৯:১৯:৫৮
আবারো চাঁদা না পেয়ে গুলি, রক্তে রাঙাল পল্লবী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আলব্দিরটেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’-এ এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ওই প্রতিষ্ঠানে ঢুকে গুলি ছোড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, প্রায় তিন সপ্তাহ আগে ‘জামিল’ নামে এক ব্যক্তি তাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় তাদের প্রতিষ্ঠানে দুই দফায় হামলা চালানো হয়। এসব হামলায় সিসি ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি জানান, সর্বশেষ গতকাল ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল এসে অফিসে হামলা ও গুলিবর্ষণ করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও—২৭ জুন এবং ৪ জুলাই—ওই প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি হামলার পাশাপাশি প্রাণনাশের হুমকির বিষয়েও উল্লেখ করেন।

এই হামলার ঘটনা এমন সময় ঘটলো, যখন কয়েক দিন আগেই রাজধানীর পুরান ঢাকায় ‘চাঁদা না দেওয়ায়’ ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। তার পরিবার জানায়, প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়।

পল্লবীর এই হামলা রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে