ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

যেভাবে টাকা পাচার করেছেন নাসা গ্রুপের কর্ণধার

২০২৫ মে ২৬ ১১:৪২:০৮
যেভাবে টাকা পাচার করেছেন নাসা গ্রুপের কর্ণধার

নিজস্ব প্রতিবেদক: নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ব্যাংকিং খাতের প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার নেতৃত্বে এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) পরিচালিত হলেও, দীর্ঘ সময় ধরে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ সঞ্চয় করেছেন তিনি। সরকারের তদন্তে উঠে এসেছে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য।

নজরুল ইসলাম মজুমদার দেশ থেকে টাকা পাচার করতে তিনটি পদ্ধতি ব্যবহার করেছেন:

আমদানি: আমদানির ক্ষেত্রে অতিরিক্ত দাম দেখিয়ে বিদেশে টাকা পাচার করা হয়।

রপ্তানি বাণিজ্য: রপ্তানির মূল্য দেশে না এনে বিদেশে পাচার।

হুন্ডি: মূল্য কম দেখিয়ে খেজুর আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো।

এই পাচারকৃত অর্থ দিয়ে তিনি বিদেশে ১৮টি শেল কোম্পানি গঠন করে সেখানে বিপুল বিনিয়োগ করেছেন, এবং বিদেশে প্রচুর সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ সরকারের তদন্তে ধরা পড়ার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা সংস্থার তথ্য অনুযায়ী, নজরুলের বিদেশে থাকা সম্পদের বাজারমূল্য প্রায় ৬২০ কোটি টাকা। যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি, হংকংসহ বিভিন্ন দেশে এসব সম্পদ রয়েছে। এসব সম্পদ জব্দ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, এসব সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতায় দেশগুলোর সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হচ্ছে।

রাজধানীর তেজগাঁও, গুলশান, মহাখালীসহ বিভিন্ন এলাকায় তার মালিকানাধীন ৬টি বিলাসবহুল বাড়ি ও পূর্বাচলে প্লটের দলিলমূল্য প্রায় ১৮৪ কোটি টাকা হলেও, বাজারমূল্যে এর মূল্য চার হাজার ৬০০ কোটি টাকারও বেশি।

তদন্তের আওতায় ইতোমধ্যে ৫২টি ব্যাংক হিসাব ও ৫৫টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। নজরুল ইসলাম মজুমদারসহ তার পরিবারের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি, কেন্দ্রীয় ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে এই ব্যাপক জালিয়াতি ও পাচারকাণ্ড তদন্ত করছে।

সরকার পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সম্পদ উদ্ধারে বাংলাদেশ দৃঢ় অবস্থান নিয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে