ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

ইশরাকের ফোনেই বদলে গেল আন্দোলনের মোড়

২০২৫ মে ২৪ ১৫:৩৫:৪৪
ইশরাকের ফোনেই বদলে গেল আন্দোলনের মোড়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন কোরবানির ঈদে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাদের দায়িত্ব পালন করতে হবে। শনিবার (২৪ মে) দুপুরে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলাকালে তিনি মুঠোফোনে এই নির্দেশনা দেন। তিনি বলেন, "আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোনো অপশক্তি আমাদের গ্রাস করতে পারবে না।" তিনি আরও বলেন, "সামনে কোরবানি ঈদ। নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যার যার কাজ সঠিকভাবে করতে হবে, যাতে নগরবাসী কোনো কষ্ট না পায়।" তিনি আশা প্রকাশ করেন যে, আন্দোলনকারীরা শিগগিরই তাদের দাবি পূরণ পাবেন।

এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে সাবেক সচিব মশিউর রহমান বলেন, "সরকার এখনও ইশরাক হোসেনকে শপথের প্রক্রিয়া শুরু করেনি। আজকের মধ্যে শপথের প্রক্রিয়া শুরু না হলে সরকার দায়ী থাকবে।" তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে সরকারের অনেকেই চেতনা ধারণ করছেন না।"

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, "আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি।" তিনি জানান, আজও কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

এদিকে, আজও ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। ভবনের সব কয়টি ফটকে তালা ঝুলছে। কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিষ্কার-পরিচ্ছন্নতার মালামালের ট্রাক প্রবেশ করেছে। কিছু কর্মকর্তা ও কর্মচারীরা নিচতলার জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান করছেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, "গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।"

নগর ভবনে বাবার মৃত্যু সনদের জন্য এসেছেন লহ্মীবাজারের কামরুল ইসলাম। তিনি বলেন, "গত সপ্তাহে তিনদিন এসে ফেরত গিয়েছি। ভাবছিলাম আজ নগর ভবন খোলা থাকবে, তবে আজও বন্ধ।" তিনি জানান, বাবার মৃত্যুর পরে এক ভাই বিদেশ থেকে এসেছেন। তাই বাবার সম্পত্তি সব ভাইদের উপস্থিতিতে বন্টন করতে চাইছিলেন। কিন্তু আন্দোলনের কারণে পারছেন না।

এর আগে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে 'ঢাকা বাসী' ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে