ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

সাকিব গড়লেন ‘সবচেয়ে বিব্রতকর’ রেকর্ড

২০২৫ মে ২৪ ১৪:২২:৩৩
সাকিব গড়লেন ‘সবচেয়ে বিব্রতকর’ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ছয় মাস পর ক্রিকেট মাঠে ফিরেও ব্যাট হাতে খুঁজে পাচ্ছেন না নিজের পুরনো ছন্দ। গতকাল টানা তৃতীয় ইনিংসেও শূন্য রানে ফিরেছেন সাকিব আল হাসান। ফলে গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 'ডাক'–এর (০ রানে আউট) বিব্রতকর রেকর্ড।

লাহোর কালান্দার্সের হয়ে গতকাল সাকিব ব্যাট করতে নামেন আট নম্বরে। খেলেন মাত্র ২ বল, রান শূন্য। আগের ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও, তার আগের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি।

এই নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ‘ডাক’ হলো মোট ৩২টি। এতদিন পর্যন্ত এই রেকর্ডে শীর্ষে ছিলেন সৌম্য সরকার, যিনি ২৩২ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন। সাকিব ৪১০ ইনিংসে ৩২ বার 'ডাক' খেয়েছেন, যা এখন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।

তবে শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসাবে এখনো সেরা ‘ডাকসম্রাট’ সৌম্য সরকার। ৮৬ ইনিংসে তিনি ১৩ বার শূন্য রানে ফিরেছেন। সাকিব সেখানে দ্বিতীয় স্থানে, ১২৭ ইনিংসে ৯ বার ‘ডাক’ নিয়ে ফিরেছেন। মুশফিকুর রহিম ৯৩ ইনিংসে ৮ বার শূন্য রানে আউট হয়ে আছেন তিন নম্বরে।

বিশ্ব টি-টোয়েন্টির 'ডাক' তালিকায় এখনো অনেক এগিয়ে আছেন সুনীল নারাইন (৪৮ বার), রশিদ খান (৪৫) এবং অ্যালেক্স হেলস (৪৪)। তবে সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ছে ক্রিকেট অঙ্গনে।

বাংলাদেশের হয়ে না খেলে এখন মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগ দিচ্ছেন সাকিব। তবে নিজের সেরা ফর্মে ফেরার আগেই এমন বিব্রতকর রেকর্ডে নাম লেখানো কোনোভাবেই প্রত্যাশিত নয় এই অলরাউন্ডারের জন্য।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে