ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

ছাত্র উপদেষ্টাদের ঘিরে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম

২০২৫ মে ২৪ ১৪:১৭:৩৩
ছাত্র উপদেষ্টাদের ঘিরে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে দলটির কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, “তারা দুজন গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের অংশ ছিলেন। আমি নিজেও সে সময় তাদের সঙ্গে ছিলাম। কিন্তু বর্তমানে তারা এনসিপির সঙ্গে যুক্ত নন। তাদের ঘিরে এনসিপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “যদি তারা রাজনীতি করতে চান বা নির্বাচনে অংশ নিতে চান, তবে সরকারের দায়িত্বে থেকে তা সম্ভব নয়।”

নাহিদ ইসলাম জানান, এনসিপি জুলাইয়ের মধ্যেই ‘ঘোষণাপত্র’ প্রকাশ করতে চায়। তিনি বলেন, “বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে। জাতীয় স্বার্থে সকল পক্ষের সঙ্গে দায়িত্বশীল আলোচনার প্রয়োজন রয়েছে।”

সেনাবাহিনীর প্রকাশিত ৬২৬ জনের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “এই তালিকা আগে প্রকাশিত হলে জনমনে সন্দেহ তৈরি হতো না। সেনাবাহিনীর রাজনৈতিক সম্পৃক্ততা অতীতে যেমন দেখা গেছে, তেমনটা এখন কাম্য নয়।”

তিনি আরও অভিযোগ করেন, “বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

নাহিদ ইসলাম বলেন, “বর্তমানে নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়েছে। তাদের আস্থা ফিরিয়ে আনা না গেলে কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে