ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাবেক এপিএসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিল দুদক

২০২৫ মে ২৪ ১২:৫৭:২৮
সাবেক এপিএসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিল দুদক

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) দুপুরে দুদক কার্যালয় থেকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

দুদকের এক কর্মকর্তা জানান, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন সময় ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২৩ মে) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আরও যাচাই-বাছাই এবং তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ এবং এনআইডি সাময়িকভাবে অকার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ব্যক্তিগত সহকারী (এপিএস) পদ থেকে অব্যাহতি দেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে