ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

জয়ের পর ইশরাককে নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস সারজিসের

২০২৫ মে ২২ ১২:১৩:২৭
জয়ের পর ইশরাককে নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস সারজিসের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। এর ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সারজিস আলম লেখেন: “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?”

তার এই মন্তব্যে আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত পাওয়া গেছে বলে মত বিশ্লেষকদের। অনেকে এটিকে ‘বিচারব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ’ হিসেবে দেখছেন।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায়ের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার রিট আবেদনটি খারিজ করে দেন। আবেদনটি করা হয়েছিল, যাতে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়া হয়।

ইশরাক হোসেনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান:“এই আদেশের ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণে কোনো বাধা নেই। বরং আগামী ২৬ মে’র মধ্যে শপথ না হলে এটি আদালত অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে।”

উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির তরুণ নেতা হিসেবে পরিচিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি আসন থেকে বিজয়ী হয়ে মেয়র পদে শপথ নেওয়ার প্রক্রিয়ায় ছিলেন তিনি। তবে তার নির্বাচনী বৈধতা ও শপথ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক ছিল। সেই পরিপ্রেক্ষিতেই দায়ের হয়েছিল শপথ না নেওয়ার আবেদন।

এনসিসির নেতা সারজিস আলমের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে। তার স্ট্যাটাসের বক্তব্য নিয়ে বিভাজিত মত প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ একে গণতন্ত্রের প্রতি হতাশা বলছেন, কেউ আবার বলছেন এটি আদালতের অবমাননাকর ইঙ্গিত বহন করে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে