ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

আম নিয়ে ভারত-আমেরিকার টানাপোড়েন

২০২৫ মে ১৯ ১৯:১৫:৪৭
আম নিয়ে ভারত-আমেরিকার টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদক: ভারতের আম রপ্তানিতে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক সিদ্ধান্তের কারণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর—লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা—থেকে অন্তত ১৫টি আমের চালান ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, এসব চালান ফেরতের মূল কারণ ছিল কাগজপত্রে অনিয়ম বা গড়মিল।

মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের দুটি বিকল্প দিয়েছে: আমগুলো নষ্ট করে ফেলা অথবা অতিরিক্ত খরচে সেগুলো ভারতে ফিরিয়ে নেওয়া। তবে আম পচনশীল হওয়ায় এবং পরিবহন ব্যয় বেশি হওয়ায় সব রপ্তানিকারকই আমগুলো যুক্তরাষ্ট্রেই ধ্বংস করার সিদ্ধান্ত নেন।

রপ্তানিকারকরা জানান, আমগুলো ৮ ও ৯ মে নবি মুম্বাইয়ে ইউএসডিএ অনুমোদিত একটি কেন্দ্রে রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল। এই প্রক্রিয়ায় ফলের ভেতরে থাকা যেকোনো ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন (CBP) কর্তৃপক্ষ জানায়, ‘পিপিকিউ-২০৩’ (PPQ-203) নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ফর্মে ভুল থাকায় চালানগুলো বাতিল করা হয়।

এই ঘটনার ফলে প্রায় ৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭ লাখ টাকা) ক্ষতির সম্মুখীন হয়েছেন রপ্তানিকারকরা। তারা দাবি করছেন, কাগজপত্রের এই ভুল তাদের নয় বরং মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রে কাজ করা কর্মকর্তাদের অবহেলার কারণে এমনটা হয়েছে।

উল্লেখ্য, উক্ত রেডিয়েশন কেন্দ্রটি পরিচালনা করে মহারাষ্ট্র স্টেট অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড (MSAMB), এবং সেখানে USDA-এর একজন কর্মকর্তা তত্ত্বাবধানে থাকেন।

একজন রপ্তানিকারক বলেন,“যদি প্রক্রিয়া সঠিক না হতো, তাহলে USDA-এর কর্মকর্তা কীভাবে ছাড়পত্র দিলেন?”

আরেকজন বলেন,“আমগুলোতে কোনো পোকামাকড় পাওয়া যায়নি। শুধু কাগজে ভুল ছিল। তাহলে দায় আমাদের কাঁধে কেন?”

এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা অ্যাপিডা (APEDA) স্বীকার করেছে যে ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। সংস্থাটি জানিয়েছে, এটি MSAMB-এর দায়িত্বে পড়ে। তবে এখনো MSAMB এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ভারতের আম রপ্তানির মৌসুমে এমন পরিস্থিতি রপ্তানিকারকদের জন্য এক বড় ধাক্কা। রপ্তানিকারকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাজারে ভারতের আমের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে