ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

যেসব শর্তে গাজায় যুদ্ধ বন্ধে আগ্রহী ইসরায়েল

২০২৫ মে ১৮ ২০:০০:৪১
যেসব শর্তে গাজায় যুদ্ধ বন্ধে আগ্রহী ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দোহায় ইসরায়েলি আলোচক দল যুদ্ধ বন্ধ, সব জিম্মির মুক্তি, এবং হামাসের আত্মসমর্পণ ও নির্বাসনের সম্ভাব্য একটি সমন্বিত চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যে রোববার (১৮ মে) ইসরায়েলির প্রধানমন্ত্রীর অফিস থেকে এমনটা জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, দলটি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় প্রস্তাবের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ চুক্তির সম্ভাবনা নিয়ে কাজ করছে দেশটি। এতে গাজা থেকে সব জিম্মির মুক্তি, হামাসের অস্ত্র পরিত্যাগ এবং নেতাদের নির্বাসন অন্তর্ভুক্ত থাকবে।

দপ্তর আরও জানায়, প্রধানমন্ত্রীর সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ নীতির ফলেই এখন পর্যন্ত ১৯৭ জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, এবং বাকি ৫৮ জনকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে