ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

নগর ভবনের সামনে থেকে নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ মে ১৯ ১৬:২০:২৫
নগর ভবনের সামনে থেকে নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সকাল ১০টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত নগরভব‌নের সাম‌নে অবস্থান কর্মসূ‌চি পালন করবে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাওয়া আন্দোলনকারীরা। মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (১৯ মে) দুপুর সাড়ে তিনটার পর সেখান থেকে সরে যেতে থাকেন তারা। এদিন সকালে নগর ভবনে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তারা। সকাল ১১টা থেকে নগরভবনের মূল ফটক আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে সব ধরণের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন তারা। তাদের ব্লকেডে আটকে যায় নগরভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম।

এর ফলে আজ পঞ্চম দিনের মতো অবরুদ্ধ ছিলো নগর ভবন। সব ধরনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ভনের মূল ফটকসহ অন্যান্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে রাখেন দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজও কোনো সেবা পাওয়া যায়নি নগরভবন থেকে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে