ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

ইশরাকের ভবিষ্যত রাজনীতি নিয়ে সারজিস আলমের সতর্কবার্তা

২০২৫ মে ১৯ ১৬:১৭:২৬
ইশরাকের ভবিষ্যত রাজনীতি নিয়ে সারজিস আলমের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলীয় মুখ্যসংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‌‘যে নির্বাচন অবৈধ বলে বিএনপি বারবার বলে এসেছে, সেই নির্বাচনে মেয়র হতে চাওয়া কীভাবে বৈধ হয়?’

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনের প্রতি তার শ্রদ্ধা আছে এবং তাকে একজন আপোষহীন রাজনীতিক হিসেবেই চিনতেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইশরাকের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি অসংখ্যবার বলেছে—গত তিনটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ ও অবৈধ। তাহলে সেই নির্বাচনের মেয়র ইশরাক ভাই কিভাবে হতে চান? সেটা তো নির্বাচনকে বৈধতা দেওয়ার শামিল।’

তিনি আরও বলেন, ‘মেয়র হয়ে সাময়িক ক্ষমতার সুযোগ-সুবিধা ভোগ করার আশায় অবৈধ নির্বাচনের মেয়র হিসেবে বসলে, এটি ইশরাক ভাইয়ের রাজনৈতিক জীবনে একটি কালো দাগ হয়ে থাকবে।’

সারজিস আলমের দাবি, ইশরাকের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তাকে ভবিষ্যতে রাজনৈতিক অর্জন এনে দিতে পারে, কিন্তু তা যেন ‘অপরাধের বৈধতা’ তৈরিতে ব্যবহৃত না হয়।

ফেসবুক পোস্টে সারজিস আলম ইশরাকের অনুসারীদের বিরুদ্ধে এনসিপি উপদেষ্টা আসিফ মাহমুদকে ‘ব্যক্তিগতভাবে আক্রমণ ও অপমানের’ অভিযোগও তোলেন। তিনি বলেন, ‘তার স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না। এটি রাজনৈতিক শিষ্টাচার নয়।’

পোস্টের শেষাংশে সারজিস আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি আগামী প্রজন্মের নেতারাই অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়, তবে তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক দায় হয়ে থাকবে। ইশরাক ভাই সারাজীবন তা বহন করবেন কিনা, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, সাদেক হোসেন খোকার উত্তরসূরী হিসেবে ইশরাক হোসেনের কাছে জাতি অন্য রকম রাজনৈতিক আদর্শ ও দৃঢ়তার প্রত্যাশা করে।

চলমান এই বিতর্ক বিএনপির ভেতরে ও বাইরে ইশরাক হোসেনের অবস্থান ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে