ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উত্তপ্ত ভারত-পাকিস্তান, হুঁশিয়ারি দিল আইএসপিআর

২০২৫ মে ১৯ ১০:৪৩:০৬
উত্তপ্ত ভারত-পাকিস্তান, হুঁশিয়ারি দিল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ভারতকে দীর্ঘমেয়াদে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

সংবাদমাধ্যম আরটি আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন,"আমি আশা করি সেই সময়টা না আসে। তবে সত্যিই যদি ভারত এ ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তার ভয়াবহ পরিণতি বহু বছর ধরে টের পাবে। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে।"

তিনি আরও বলেন, পাকিস্তানের ২৪ কোটিরও বেশি মানুষের পানি প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যারা রাজনৈতিক সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে।

কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির ব্যাপারে জেনারেল শরীফ বলেন,"আমরা উদ্ধত নই, আমরা একটি সিরিয়াস জাতি। শান্তি আমাদের প্রথম অগ্রাধিকার।" তবে তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সরাসরি মন্তব্য করেননি।

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি সংশ্লিষ্ট কূটনীতিকদের প্রশংসা করে বলেন,"যারা অত্যন্ত প্রজ্ঞা ও দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছেন, তাদের ভূমিকা অসাধারণ।"

গত মাসে কাশ্মীরের পহেলগামে এক বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। এর জবাবে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি পুনর্মূল্যায়নের পদক্ষেপ নেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি।

সংঘর্ষের ফলে দুই পরমাণু শক্তিধর দেশ চারদিন ধরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের কথায় স্পষ্ট, পাকিস্তান শান্তি চায়, তবে নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তারা কোনো আপস করবে না। পানি ইস্যুতে যদি ভারত আগ্রাসী পথে হাঁটে, তাহলে তা দক্ষিণ এশিয়ায় স্থায়ী অস্থিরতা তৈরি করতে পারে—এমনটাই ইঙ্গিত দিচ্ছেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে