ঢাকা, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Sharenews24

ফুলের নামে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ শেখ পরিবার

২০২৫ মে ১৯ ১৭:৫৯:৫০
ফুলের নামে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ শেখ পরিবার

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলের নামে নতুন পরিচয় দেওয়া হয়েছে। এই বিদ্যালয়গুলোর নাম পূর্বে শেখ পরিবারের বিভিন্ন সদস্যের নামে নামকরণ করা হয়েছিল।

এদিকে নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়গুলো এখন ফুলের নামে পরিচিত হবে, যা শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি একটি ইতিবাচক শিক্ষা পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এই নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবর্তিত নামের তালিকায় রয়েছে- ৭০নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৯নং গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় এখন কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৯নং শেখ কামাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নাম পরিবর্তন করে এখন গোলাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৩নং কুশলী শেখ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন হয়ে শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৮নং কাজীপাড়া সরদারপাড়া এস এম মুসা প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন হয়ে বেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৬নং খান সাহেব শেখ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে এখন টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান জানান, নতুন নামকরণের সঙ্গে বিদ্যালয়গুলোর সাইনবোর্ড ও সরকারি নথিপত্র আপডেটের কাজ শেষ হয়েছে। অনলাইনে নাম পরিবর্তনের জন্য কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে যেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। এলাকাবাসীরা চেয়েছিল তাদের গ্রামের নামে যেন স্কুলগুলোর নাম হয় তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী শেখ পরিবারের নামে বাদ দিয়ে স্কুলের নাম ফুলের নামে পরিবর্তন করেছি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে