ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

শিক্ষকদের জন্য পরিকল্পনা উপদেষ্টার চমকপ্রদ ঘোষণা

২০২৫ মে ১৯ ১৫:৫৭:৫০
শিক্ষকদের জন্য পরিকল্পনা উপদেষ্টার চমকপ্রদ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে এবং দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ ভাতাও পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি ৫-৬ বছরের অবসর-কল্যাণ ভাতা বকেয়া রয়েছে, সেগুলো মেটানোর চেষ্টা করা হবে। এজন্য আসন্ন বাজেটে পরিচালন ব্যয় বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “আমি যখন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তাদের দাবি-দাওয়ার কথা শুনেছি। বুঝতে পেরেছি, দীর্ঘদিন তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। আশা করি, সব দাবি দ্রুত বাস্তবায়ন করা যাবে।”

পরিকল্পনা উপদেষ্টা জানান, এবারের বাজেটে শিক্ষাখাতে বিশেষ নজর দেওয়া হবে। স্কুল পর্যায়ে নানান সমস্যা রয়েছে, শিশুদের পাঠদানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে—এসব বিবেচনায় পরিচালন বাজেটে বরাদ্দ বাড়ানো হবে এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তবে তিনি এটিও স্পষ্ট করে বলেন, “ঘাটতি বাজেটের নামে জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। তাই বাজেটের আকার তুলনামূলকভাবে সীমিত রাখা হচ্ছে। এবারের বাজেট হবে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট।”

এনইসি সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের জন্য ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকার এডিপি-ও অনুমোদিত হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে