ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন রাষ্ট্রপক্ষের পিপি

২০২৫ মে ১৯ ১২:৫০:০৪
নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন রাষ্ট্রপক্ষের পিপি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। একইসঙ্গে, ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন কি না এবং আন্দোলনের পক্ষে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন কিনা—তা যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “এই মামলায় নুসরাত ফারিয়া এজাহারভুক্ত আসামি। তাকে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়।” তিনি আরও বলেন, “আসামি অনলাইনে জুয়া খেলে, ভুয়া বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত এবং আন্দোলনের সময় ফ্যাসিস্টদের পক্ষে অবস্থান নিয়েছেন।”

পিপির ভাষ্যমতে, “তিনি নাটক, গান ও নাচের মাধ্যমে রাজনৈতিক পক্ষকে সমর্থন দিয়েছেন, এমনকি বিদেশ থেকে আন্দোলনের বিরুদ্ধে উসকানিও দিয়েছেন।” তিনি অভিযোগ করেন, “নুসরাত ফারিয়া সরকারের আনুকূল্য পাওয়ার আশায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠতা ব্যবহার করেছেন এবং ‘ঘরে ঘরে শেখ হাসিনা’ জাতীয় বক্তব্য দিয়ে শাসকগোষ্ঠীকে খুশি করার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “আসামি সংরক্ষিত নারী আসনে এমপি হতে চেয়েছেন, যা তার রাজনৈতিক অভিসন্ধির প্রমাণ।” এসব কারণ দেখিয়ে জামিন আবেদন নাকচের অনুরোধ জানান পিপি।

অন্যদিকে আসামিপক্ষে দাবি করা হয়, “নুসরাত ফারিয়া একজন জননন্দিত ও সুনামধন্য শিল্পী। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে হয়রানির অংশ হিসেবেই এতে জড়ানো হয়েছে।”

গতকাল রোববার (১৮ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, ১৯ জুলাই ২০২৪-এ রাজধানীর ভাটারা থানার সামনে জুলাই আন্দোলনের কর্মীরা অবস্থান নিলে পুলিশের গুলিতে এনামুল হক নামের একজন আহত হন। এনামুল পরবর্তীতে চিকিৎসা শেষে আদালতে একটি মামলা দায়ের করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয় এবং তিন-চারশ' অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

আদালত আগামী ২২ মে জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন। সেইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও বহাল রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে